বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেনের স্বামী আতিফ আহমেদ খান গ্রেফতার হয়েছেন। ৫৩৯ মিলিয়ন রুপি জালিয়াতির মামলায় তাকে গ্রেফতার করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) কর্পোরেট ক্রাইম সার্কেল।
এফআইএ’র অভিযোগ, ব্যাংকের সাবেক সিইও আতিফ ব্যক্তিগত লেনদেনের জন্য কোম্পানির তহবিলের অপব্যবহার করেছিলেন এবং কর্পোরেট আর্থিক জালিয়াতির সাথে জড়িত ছিলেন।
তদন্তে জানা গেছেম আতিফ আহমেদ খান তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যাংকের তহবিল ব্যবহার করে অবৈধভাবে ৬৫৪ মিলিয়ন রুপি হাতিয়ে নেন। তিনি ৮০ মিলিয়ন রুপি ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যবহার করেছিলেন এবং জাল নথি ব্যবহার করে জালিয়াতি ধামাচাপা দিয়েছিলেন।
গ্রেপ্তারের পর, আতিফ খানকে একটি কাস্টমস আদালতে হাজির করা হয়। আদালত তার আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এফআইএ এখন জালিয়াতির সম্পূর্ণ পরিমাণ এবং সম্ভাব্য সহযোগীদের নির্ধারণের জন্য অতিরিক্ত আর্থিক রেকর্ড পরীক্ষা করছে।
তবে স্বামীর গ্রেফতারের বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি নাদিয়া।
তথ্যসূত্র: সামটিভি
কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৪