আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘রাজা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, “যানজট নিরসনের নামে অতিরিক্ত মূল্য নির্ধারণ বন্ধ হয়ে গেছে। ম্যানহাটন এবং নিউইয়র্কের সব জায়গা রক্ষা পেয়েছে। রাজা দীর্ঘজীবী হোক!”
নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ যানজট কমানো ও গণপরিবহন খাতে তহবিল সংগ্রহের লক্ষ্যে ম্যানহাটনের ব্যস্ত সড়কে প্রবেশের ক্ষেত্রে প্রতিটি গাড়ি চালকের কাছ থেকে ৯ ডলার করে টোল আদায় করে থাকে। ট্রাম্প প্রশাসন এই টোল নীতির অনুমতি প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে ম্যানহাটনের ব্যস্ত সড়কে গাড়িচালকদের আর অতিরিক্ত ফি দিতে হবে না।
এই টোল ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল চালকদের ব্যক্তিগত গাড়ি নিয়ে ম্যানহাটনে প্রবেশ নিরুৎসাহিত করা, যাতে সেখানে যানজট কমে এবং গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হন মানুষ। তবে ট্রাম্প মনে করছেন, এই ফি বাতিল করলে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।
নিউইয়র্কের গভর্নরের সমালোচনা
ট্রাম্পের পোস্টটি প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়, যা নতুন সমালোচনার জন্ম দিয়েছে।
টোল আদায়ে প্রেসিডেন্টের আপত্তির কথা উল্লেখ করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের কাছে চিঠি পাঠিয়েছেন পরিবহনমন্ত্রী সিন ডাফি। তিনি এটিকে “পুরোনো এবং অনৈতিক” উল্লেখ করে বলেন, “এই টোল সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
তবে গভর্নর হোচুল দাবি করেছেন, “টোল কার্যকর হওয়ার পর থেকে নিউইয়র্কে যানজট নাটকীয়ভাবে কমেছে এবং মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন।”
তিনি ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন, “আমরা আইনের শাসনের দেশ, কোনো রাজার শাসিত দেশ নই। প্রেসিডেন্ট যদি এ সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে আমরা তাকে আদালতে দেখব।”
কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩৯