ডেস্ক নিউজ : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে যে দৈনিক যুগান্তর সৃষ্টি করেছিলেন, তা আজ শত শত শাখা-প্রশাখায় পল্লবিত হয়ে ধ্রুবতারার মতো জেগে উঠেছে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অদম্য সাহসী অবিচল নির্ভীক। পঁচিশ বছর আগে ২০০০ সালের পহেলা ফেব্রুয়ারি ‘সত্যের সন্ধানে নির্ভিক’ পাঠকের অন্তরজুড়ে যুগান্তর-এই শপথ নিয়ে যাত্রা শুরু হয় এ দৈনিক পত্রিকাটির। এবার হাঁটি হাঁটি পা পা করে পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখল দৈনিক যুগান্তর। দিনটিকে স্মরণীয় রাখতে গাজীপুর সিটির পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় পূবাইল প্রেস ক্লাব ও পূবাইল স্বজন সমাবেশের উদ্যোগে নানা আয়োজনে পালন করা হয়েছে।
গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের নয়ানী পাড়ার পূবাইল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন কর্মসূচিতে ছিল কুরআন পাঠ, আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ। আলোচকেরা বলেন, আর্তমানবতার সেবা, সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়ম-দুর্নীতির অসঙ্গতিপূর্ণ দিক ও সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে সততার সঙ্গে সত্যিকারভাবে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে যুগান্তর। যা সারা দেশে বেশ প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে পূবাইলে অসহায় পরিবার ও মানুষের পাশে দাঁড়িয়েছে পূবাইল যুগান্তর স্বজন সমাবেশ। তারা বিগত বন্যায় ৪ ট্রাক খাদ্যসামগ্রী ফেনীতে বন্যার্তের মাঝে বিতরণ করেছে। পূবাইলে ফলাদি গাছের চারা বিতরণসহ ক্যান্সারে আক্রান্ত পূবাইল স্কুলের শিক্ষার্থীকে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। পূবাইল উচ্চ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের বেতন, বই-খাতাসহ মেধাবীদের পুরস্কৃত করেছে।
তারা বলেন, পূবাইল এলাকার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোতে খেলার সামগ্রী বিতরণ করে আসছেন। এমন ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ পূবাইলের স্বজন সমাবেশ দেশের সেরা সংগঠনের দশে জায়গা করে নিয়েছে। রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন পূবাইল মেট্রোপলিটন থানার ওসি শেখ আমিরুল ইসলাম। পূবাইল স্বজনের সভাপতি সাহেদ সরকার রাকিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পূবাইল স্বজনের প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি মুহাম্মদ আখতার হোসাইন।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন স্বজনের কেন্দ্রীয় সদস্য ও টঙ্গী স্বজনের সভাপতি অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর স্বজনের সভাপতি আমান উল্লাহ আমান, সহ-সভাপতি সাইদুল ইসলাম খোকন, যুগান্তর গাছা থানা প্রতিনিধি এম এ নাসির, পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, মর্নিং পোস্টের বিশেষ প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া, দৈনিক দেশ বর্তমানের জহিরুল ইসলাম লিটন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য অনিক ভুঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও আলফা কেমিক্যাল কোম্পানির মালিক শেখ ইকবাল হোসেন আশিক প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল স্বজনের উপদেষ্টা মামুন মিয়া, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ, স্বজন সদস্য ও পূবাইল প্রেস ক্লাবের সদস্যরা।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:১৯