মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

৩৫০ পেরিয়ে সবচেয়ে বেশি জয় কোন দলের?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে প্রথম ৩৫০ রানের উপরে লক্ষ্য তাড়া করে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান ১ বল ও ১ উইকেট হাতে রেখে পেরিয়ে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রান তাড়ার এখন পর্যন্ত বিশ্বরেকর্ড এটিই। এরপর এখন পর্যন্ত কোনো দল ওয়ানডেতে ৪০০ পেরিয়ে জয় পায়নি।

Today In 2006, Australia Became The First To Score Over 400 In ODIs. Then South  Africa Chased It Down To Set A World Record
২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৬ সালে ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৩৭২ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পায় প্রোটিয়ারা। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের প্রথম দুটি নাম দক্ষিণ আফ্রিকা হলেও ৩৫০ পেরিয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা যৌথভাবে ভারত ও ইংল্যান্ডের।

ওয়ানডে ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড সর্বোচ্চ তিনবার করে ৩৫০ পেরিয়ে জয় পেয়েছে। ভারত ২০১৩ সালে অস্ট্রেলিয়াকে দুইবার এবং ২০১৭ সালে ইংল্যান্ডকে একবার ৩৫০ পেরিয়ে জয় পেয়েছে। আর ইংল্যান্ড প্রথম ৩৫০ পেরিয়ে জয় পেয়েছে ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে একবার করে হারিয়েছে ইংলিশরা।

অস্ট্রেলিয়া ৩৫০ পেরিয়ে জয় পেয়েছে একবার। ২০১৯ সালে মোহালিতে ভারতের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য নিয়ে জয় পেয়েছিল দলটি। এদিকে ৩৫০ রানের বেশি লক্ষ্য দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। চারবার হেরেছে তারা। এছাড়াও, একাধিকবার এমন লজ্জার রেকর্ড আছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit