তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামাল পাশা (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া। আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টে গত ২ দিনে দুর্গাপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আ: জলিল (৫২), আওয়ামী লীগ কর্মী জব্বার আলী (৪২), দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সহ সাধারণ সম্পাদক মো: সাদেক আলী (৪০) ও ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম(২৬) ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, গত দুইদিনের গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতে সোর্পদ করা হয়েছে। আজকের গ্রেপ্তারকৃত একজনকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০