আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
এদিকে, জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাকের মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে অব্যাহত মার্কিন সমর্থন প্রত্যাশী ইউক্রেন এই মাসে ট্রাম্পের এই অঞ্চলের বিশেষ দূত কিথ কেলগের সফরের অপেক্ষায় রয়েছে।
কিউএনবি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৪