স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা রোমারিও’র পডকাস্ট অনুষ্ঠানে কথা বলেছেন নেইমার। সেখানে আল হিলালের তারকা নানা বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে নেইমারকে প্রশ্ন করা হয়ে, ব্রাজিলের সবশেষ তিন বিশ্বকাপ জেতা ২০০২, ১৯৯৪ এবং ১৯৭০ আসরে কার জায়গায় নিজেকে দেখেন? জবাবে ২০০২ আসরে কিংবদন্তি তারকা রিভালদোর নাম উল্লেখ করেন নেইমার। তাতেই চটেছেন রিভালদো। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ব্রাজিলের কিংবদন্তি রিভালদো ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি নেইমারকে বলতে শুনেছি যে, সে নিজের সেরা ফর্মে থাকাবস্থায় নিজেকে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় দেখছে। সত্যি বলতে আমি তার প্রতিভা ও যোগ্যতা স্বীকার করি এবং আমি এটিও বিশ্বাস করি সে ওই (২০০২ বিশ্বকাপে ব্রাজিল) দলে থাকার মতো। কিন্তু আমার জায়গায় খেলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তার প্রতি আমার সম্মান ও প্রশংসা আছে, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এমনটা (রিভালদোর স্থলাভিষিক্ত হওয়া) কখনওই ঘটত না।’
নেইমার কেন তার জায়গায় দলে থাকতে পারতেন না সেই ব্যাখ্যা দিয়ে রিভালদো লিখেছেন, ‘ওই সময়ে আমি ছিলাম অনেক মনোযোগী, দৃঢ়চেতা এবং বিশ্বকাপ জেতার জন্য খুবই ক্ষুধার্ত একজন। তখন কোনো ফুটবলার ক্যারিয়ারের যত চূড়ান্ত ফর্মেই থাকুক না কেন, আমার জায়গা নিতে পারত না। আমি অনেক ভালোবাসা এবং সম্মানের সঙ্গেই কথাটা বলছি। একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এটিও নিশ্চিত যে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক বেশি লড়াই করেছি ওই মুহূর্তে।’
রিভালদোর ওই পোস্টের মন্তব্যে নেইমার লিখেছেন, ‘শান্ত হোন বন্ধু। বিশ্বকাপে খেলা প্রতিটি ব্রাজিলিয়ানেরই নিবেদন এবং মনোযোগ ছিল শতভাগ। কেউ তাদের চূড়ান্ত সাফল্য পেয়েছে, কেউবা শিকার হয়েছে দুভার্গ্যের, এটি খেলারই অংশ। আমি সবসময়ই আপনাকে সম্মান করি এবং ব্রাজিল ফুটবলের জন্য আপনি যে অর্জন নিয়ে এসেছেন সেই কৃতিত্ব অস্বীকার করছি না। তিনজনের মধ্যে এটি সাধারণ একটি বাছাই প্রক্রিয়া এবং আপনি নিশ্চয়ই আমাকে রোনালদো কিংবা রোনালদিনিও’র জায়গায় দেখতে চাইবেন না, তাই না?’
পডকাস্টে ১৯৭০ ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলে কার জায়গায় নিজেকে দেখতে চাইতেন, সেটিও জানিয়েছেন নেইমার। ১৯৭০ বিশ্বকাপের দলে তিনি তোস্তাওয়ের জায়গায় এবং ১৯৯৪ সালে অধিনায়ক দুঙ্গাকে সরিয়ে আক্রমণভাগে রোমারিও ও বেবেতোর সঙ্গী হতে চেয়েছেন নেইমার।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৮