মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় গৃহবধুকে ধর্ষন চেষ্টর অভিযোগে ৫ জনকে আসামী করে ভুক্তভোগি মোছাঃ রহিমা খাতুন বাদী হয়ে ১৭ জানুয়ারী শুক্রুবার সকালে শার্শা থানায় একটি অভিযোগ দাখিল করেছে। অভিযুক্তরা হলেন শার্শার কন্দবপুর গ্রামের রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন (৩০), মৃত আব্দুস সালামের ছেলে আছর উদ্দিন (৩৫), মোজাফফার ঘরামির ছেলে আজিজুর রহমান আজিজ (৪৫), ঝড়ো ঘরামির ছেলে মোহাম্মদ আলী(৩৫) ও গোড়পাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৪০)। রহিমা খাতুন বাদী হয়ে ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করায় তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে ও হুমকি দিচ্ছে বলে জানান। ভুক্তভোগি গৃহবধু কন্দবপুর গ্রামের মহিনূর আলমের স্ত্রী।
থানার অভিযোগে রহিমা খাতুন বলেন তার স্বামী গ্রামের একটি রাজনৈতীক মামলায় আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে প্রতিবেশি রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন গত বুধবার রাতে ৫/৬জনের একটি সঙ্গ-পাঙ্গ দল নিয়ে তার বাড়িতে যেয়ে তাকে কু প্রস্তাব দেয়। এ সময় গৃহবধু তার কু প্রস্তাবে রাজি না হলে অস্ত্রের মুখে জোর করে ধর্ষনের চেষ্টা করে। এ সময় তারা ধর্ষনের চেষ্টা করে ব্যার্থ হয়ে তাকে বেদম ভাবে মারপিট করে। ছিড়ে ফেলে তার পরনের জামা কাপড়। শরীরের বিভিন্ন স্থানে জখম করে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ মোঃ রবিউল ইসলাম জানান এ ঘটনায় শার্শা থানায় রহিমা খাতুন নামে একজন ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন অভিযোগটি তদন্ত করে প্রমানীত হলে অপরাধীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৩৩