শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে দিনব্যাপি তারুন্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই পতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের উৎসব উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শার্শা উপজেলা পরিষদ চত্তরে বসে এ পিঠা উৎসব।
এ পিঠা উৎসব জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার দেখা যায়। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরী বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ।
এ পিঠা উৎসব অনুষ্ঠানটি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা প্রকৌশলী মোঃ সানাউল হক, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিয়া, শার্শা উপজেলা একাডেমিক সুপার ভইিজার এ কে এম নুরুজ্জামান, শার্শা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমজেদ আলীসহ কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রাণী সম্পদ অফিসার তপু সাহা, নাভারন ফজিলাতুনন্নেছা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ বানু মলি, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে শার্শা উপজেলারবিভিন্ন দপ্তর, ১১টি ইউনিয়ন পরিষদ, বেনাপোল পৌরসভা, ২৩ টি বিশেষ শিক্ষা প্রতিণ্ঠান, শার্শা উপজেলার প্রাইমরিী স্কুলসহ বিভিন্ন সামাজিক ও এন জি ও এ পিঠা উৎসবে অংশনেন। অনুষ্ঠানশেষে অতিথিবৃন্দ উৎসবে াঙশ গ্রহনকারী সকলকে পুরুষ্কৃত করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবটি শেষ হয়।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪