এম এ রহিম,চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে উপজেলার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি। স্কুলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আফতাব উদ্দিন।
স্কুলের সিনিয়র শিক্ষক আজম আশরাফুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়রে সহকারী শিক্ষক শ্রী সঞ্জয় চন্দ্র খাঁ, সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফি উদ্দিন চঞ্চল, আব্দুল খালেক, অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন শ্যামল কুমার কর্মকার ও মোহাম্মদ আরিফ হোসেন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪