আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৩ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে জেলেনেস্কি বলেন, ‘রাশিয়ায় বন্দি থাকা আমাদের যোদ্ধাদের বিনিময়ের মধ্যস্থতা করতে পারলে কিম জং উনের সৈন্যদের তার কাছে হস্তান্তর করতে ইউক্রেন প্রস্তুত।’
জেলেনস্কি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার যেসব সৈন্য ফিরে যেতে চান না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে। তবে তাদেরকে এই যুদ্ধের সত্য বিশ্বের সামনে তুলে ধরতে হবে।’
এই দুই সৈন্যের পাশাপাশি উত্তর কোরিয়ার আরও অনেক সৈন্যকে আটক করা হবে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) জানিয়েছে যে ইউক্রেনের হাতে আটক দুই সৈন্যের মধ্যে একজন কর্মকর্তাদের বলেছেন যে তিনি ভেবেছিলেন যুদ্ধের জন্য নয় বরং ‘প্রশিক্ষণের জন্য’ তাকে রাশিয়া পাঠানো হয়েছে।
এসবিইউ-এর মতে, তিনি আরও বলেছিলেন যে উত্তর কোরিয়ার কিছু যুদ্ধ ইউনিট সেই সময়ে এক সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করেছিল। এসবিইউ জানিয়েছে যে ৯ জানুয়ারি বন্দি হওয়া উত্তর কোরিয়ার দুই ব্যক্তি কিয়েভে আছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন।
এর আগে শনিবার জেলেনস্কি আহত দুই বন্দি সৈন্যের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় তাদের একজনের মাথা এবং থুঁতনি ব্যান্ডেজ করা, অন্যজনের উভয় হাত পুরোপুরি মোড়ানো। গত বছরের শেষের দিকে ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়া জানায় উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ১০,০০০ সেনা পাঠিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষেবা সোমবার জানিয়েছে যে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ৩০০ জনেরও বেশি উত্তর কোরিয়ার সৈন্য মারা গেছেন এবং তাদের মধ্যে কমপক্ষে ২,৭০০ জন আহত হয়েছেন।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২০