স্পোর্টস ডেস্ক : রোববার (১২ জানুয়ারি) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ: অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুলতান উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ৮৫ ভাগ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক। এদের কোনো আইনি সুরক্ষা নেই। আর বেশিরভাগ মালিক এখন সফটওয়্যার কেন্দ্রিক, যাদেরকে ধরা যায় না।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪০