এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ডিসেম্বর) সন্ধ্যায় সরকারী শাহাদাৎ পাইলট স্কুল মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখারসভাপতি মাওলানা আনিছুর রহমান।দলটির শ্রমিক বিভাগের উপজেলা নেতা শিহাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের যশোর জেলা শাখার সভাপতি মিয়া
আব্দুল হালিম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইসলামী আন্দোলনের নেতা মাষ্টার ইদ্রিস আলী,কামরুজ্জামান, লিয়াকত হোসেন, নুরুল আলম, মাওলানা আসাদুজ্জামান প্রমুখ।আলোচনা শেষে সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক গোষ্ঠী ্#৩৯;কলরব্#৩৯; এর শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৭