ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে।সেটি ভুয়া বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।
বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।গত ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০