স্পোর্টস ডেস্ক : ঘটনাটি গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির। বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে এই ঘটনা ঘটে। ধারাভাষ্যকার ইয়ান বিশপ তাৎক্ষণিকভাবে জাকের-শামিমের উদারতাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে আখ্যা দেন।
তবে এই ক্যারিবীয় কিংবদন্তি এখানেই থেমে থাকেননি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এটিকে ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ডের জন্য আইসিসির কাছে সুপারিশ করেন। ইয়ান বিশপ সেই পোস্টে লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালে স্পিরিট অব ক্রিকেট দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেয়া হোক, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামিম হোসেন রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখতে বছরের সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরস্কারের ক্ষেত্রে প্রতিপক্ষ, প্রতিপক্ষের অধিনায়ক ও দল, আম্পায়ারের ভূমিকা, ক্রিকেটের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলো আমলে নেয়া হয়।
২০১১ থেকে ২০২২ পর্যন্ত টানা এই পুরস্কারটি খেলোয়াড়রা জিতেছেন। তবে ২০২৩ সালে জিম্বাবুয়ে দল হিসেবে স্পিরিট অব ক্রিকেট জেতে। বাংলাদেশ দল বা বাংলাদেশের কোনো খেলোয়াড় এখন পর্যন্ত এই পুরস্কার জেতেননি।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০