ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল মেট্রো রেলস্টেশনের নিচে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী তরিকুল ইসলাম ও রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ভারসাম্যহীন ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। সন্ধ্যায় মতিঝিল মেট্রো স্টেশনের নিচে সড়কে বিআরটিসির দ্বিতল স্টাফ বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন ওই নারী।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৬