আমিনুর রশীদ চৌধুরী রুমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এম ইদ্রিস আলী। ১৬ ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সোমবার,সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ডতাজ চাইনিজ রেস্টুরেন্টে ও পার্টি সেন্টারে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা আয়োজিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্য সাংবাদিকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক, মো. আব্দুর রব ভুট্টাে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক, সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন শ্রীমঙ্গল প্রতিনিধি, সাংবাদিক, এম ইদ্রিস আলী। উক্ত অনুষ্ঠানে সংবাদ পরিবেশনের বিষয় বস্তুু নিয়ে এবং নির্যাতিত সাংবাদিকদের হয়নারী বিষয়ে যৌক্তিক বক্তব্য, পেশ করা হয়। অনুষ্ঠানে অংশ গ্রহনে ছিলেন, বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০০