ডেস্ক নিউজ : রোববার (১৫ ডিসেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামের মাছুম মিয়া ও শিউলি দম্পতির বাড়িতে ওই কালো হাঁসের ডিম দেখা যায়। আর হাঁসের কালো ডিম দেখতে সেখানে ভিড় করছেন উৎসুক জনতা।
জেলা প্রাণী সম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, জেনেটিক্যালি ডিমের রঙ কালো হতে পারে। কিন্তু এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৩৪