ডেস্ক নিউজ :
মাওলানা নোমান বিল্লাহ
২ মিনিটে পড়ুন
কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে যতক্ষণ সাহায্য করেন। আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কোনো মুসলিমের পার্থিব বহু দুঃখকষ্টের মধ্যে একটিও দূর করে দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কেয়ামত দিবসের বহু দুঃখকষ্টের মধ্যে একটিকে দূরীভূত করে দিবেন। যে ঋণদাতা কোনো নিঃস্ব ঋণগ্রস্তকে অবকাশ দিবে, আল্লাহ তার জন্য ইহকাল ও পরকালে সবকিছু সহজ করে দিবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষত্রুটি গোপন করে নিবে, আল্লাহ তার দোষত্রুটি দুনিয়া ও আখেরাতে গোপন করে নিবেন। আর আল্লাহ তার বান্দার সহায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। (মুসলিম ৭০২৮)
আমাদের সমাজে অনেক বৃদ্ধ এবং অক্ষম ব্যক্তি আছেন যারা নিজেদের দেখাশোনা করতে পারেন না। তাদের খাবার দেয়া, তাদের দৈনন্দিন কাজে সাহায্য করা, তাদের সাথে কথা বলা এই সব কাজই আপনি করতে পারেন।
আপনার দক্ষতা ও সময় দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়ে আপনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারেন।
সমাজে অনেক নিপীড়িত মানুষ আছেন। তাদের পক্ষে কথা বলে, তাদের সমস্যাগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরে আপনি তাদের জন্য অনেক কিছু করতে পারেন।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪২