বিনোদন ডেস্ক : সম্প্রতি পাকিস্তানি টিভি সিরিয়াল নিজ দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ‘তেরে বিন’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘ইসক মুরসিদ’সহ আরও অনেক ব্লকবাস্টার সিরিয়ালের আবেগপূর্ণ কাহিনি, আকর্ষণীয় চরিত্র এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনার জন্য দর্শকমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।
টিজার মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে এটি। টিজারটি দেখে বোঝা যাবে যে ধারাবাহিকটি পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে কিনা। এদিকে টিজার প্রকাশের পর অভিনেত্রী আয়েশা খান তার ইনস্টাগ্রামে সেটি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেছেন— আপনি কি পাকিস্তানি নাটক পছন্দ করেন? তা হলে এই নাটকটি আপনার জন্য। নাটকটি দেখুন ড্রিমিয়াতা ড্রামা ইউটিউব চ্যানেলে। ধারাবাহিকটির টিজার প্রকাশ পেয়েছে।
এদিকে ধারাবাহিকটির টিজার প্রকাশ পেলেও এখন পর্যন্ত মুক্তির তারিখ জানানো হয়নি। মূলত পাকিস্তানি ধারাবাহিক সিরিয়ালের আইএমডিবি রেটিংয়ে ভালো অবস্থানে আসার কারণে একটু নড়েচড়ে বসেছেন ভারতীয় নির্মাতারা। তারা নিজেদের দেশের দর্শকদের ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫