স্পোর্টস ডেস্ক : ভায়োকানোর ঘরের মাঠে শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে রিয়াল। চলতি মৌসুমের শুরু থেকেই অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ। লিগ টাইটেল জয়ের রেইসে আধিপত্য বিস্তার করা দলটা যে এবার টেবিলের শীর্ষস্থান দখলেই খাচ্ছে হিমশিম। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজে পাচ্ছে না লস ব্ল্যাঙ্কোস। বার্সেলোনার সঙ্গে এবার শিরোপা জয়ের দৌড়ে বারবারই পিছিয়ে পড়তে হচ্ছে মাদ্রিদিস্তাদের। তবে, এবার টেবিলের শীর্ষস্থান দখলের সুবর্ণ সুযোগ থাকছে রিয়ালের সামনে।
কাতালানদের চেয়ে এক ম্যাচ কম খেলে মোটে দুই পয়েন্টে পিছিয়ে রিয়াল। তাই, লিগে নিজেদের পরের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেই এগিয়ে যেতে পারবে কার্লো আনচেলত্তির দল। তবে, এই ম্যাচের আগে বেশ কিছু চিন্তার কারণ আছে রিয়ালের জন্য। হ্যামস্ট্রিংয়ের চোটে এই ম্যাচে স্কোয়াডে পাওয়া যাবে না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। চোট আছে দানি কারভাহাল, এদের মিলিতাও, আলাবা, মেন্ডিদেরও।
প্রতিপক্ষ সহজ হলেও, এই ম্যাচে আছে রিয়ালের পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশ। তাই ভায়োকানোর বিপক্ষে কোনোরকম ভুল করতে চায় না মাদ্রিদিস্তারা। তাই তো রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ কার্লো। চুয়ামিনি, রুডিগার, ভাসকেজদের ওপর পূর্ণ আস্থা কোচের। সঙ্গে ভিনি, বেলিংহ্যামদের দুর্দান্ত ছন্দও স্বস্তি দেবে কোচকে। এদিকে ভায়োকানোর বিপক্ষে না পেলেও ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের চোট খুব একটা গুরুত্বর না। তাকে আমরা ভায়োকানোর বিপক্ষে ম্যাচে ফুল ফিট পাচ্ছি না। তবে, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে এমবাপ্পে দলের সঙ্গে কাতার সফরে যাবে। আশা করছি ঐ ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন এমবাপ্পে। আমাদের জন্য ভায়োকানোর বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। তবে, ঘরের মাঠে ভায়োকানোও বেশ শক্তিশালী।’
এদিকে ভায়োকানো ঘরের মাঠে খেলা পাঁচ ম্যাচের মোটে দুটিতে জয় পেয়েছে। আর প্রতিপক্ষে মাঠে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। তবে, অন্তত পরিসংখ্যান বেশ সমৃদ্ধ লস ব্ল্যাঙ্কোদের। দুদলের মুখোমুখি ১৯বারের দেখায় ১৪ জয় নিয়ে অনেক এগিয়ে রিয়াল।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫