মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে।
গত ২৪ ঘন্টার এ অভিযানে আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রাম ও ক্ষেতলাল উপজেলার ফাসীতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের হেলাল প্রামানিকের ছেলে নয়ন প্রামানিক (২৮)ও ক্ষেতলাল উপজেলার ফাসীতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুজন মন্ডল (২৮)।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আক্কেলপুর উপজেলার কেচের মোড় নামক স্থানে একটি ছ’মিলসহ জেলার কৃষি মাঠে সেচ কাজে ব্যবহৃত কয়েকটি বৈদ্যূতিক সংযোগকৃত গভীর নলকুপ থেকে ট্রান্সফরমার চুরির অভিযোগ পুলিশের কাছে রয়েছে।
এ ব্যপারে গোয়েন্দা সূত্রওে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযানে গেল বুধবার ভোরাতে প্রথমে নয়নকে তার বাড়িতে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোর রাতে সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়ছে। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩