অভ্যুত্থানে শহিদদের স্মরণে বিশেষ জার্সি গায়ে অনুশীলনে রংপুর
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
১৩৮
Time View
স্পোর্টস ডেস্ক : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন করে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সব অঙ্গনেই পরিবর্তনের হাওয়া লেগেছে। বাদ নেই ক্রিকেটাঙ্গনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সমাপ্তি ঘটেছে নাজমুল হোসেন পাপনের এক যুগের রাজত্বের। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক বিসিবির প্রধান হয়েছেন। সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন বোর্ড এরই মধ্যে দুই মাসের বেশি সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে আগামী বিপিএলও আছে।
সব অনিশ্চয়তা ঝেরে ফেলে আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের আগামী আসর। ৬ দল নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে, যেখানে নেই টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে জমজমাট আসরের প্রতিশ্রুতি দিচ্ছে আয়োজক বিসিবি। বিপিএল সামনে রেখে এরই মধ্যে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনুশীলনও মাঠে গড়াচ্ছে।
এদিকে বিপিএলের আগে গ্লোবাল সুপার টি-টোয়েন্টি লিগে অংশ নেবে রংপুর রাইডার্স। পাঁচ দেশের ফ্র্যাঞ্চাইজি দলের এই আসর মাঠে গড়াবে আগামী ২৬ নভেম্বর। আর রংপুর প্রথম ম্যাচ খেলতে নামবে দ্বিতীয় দিনেই। গায়ানায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুশীলন শুরু করেছে রংপুর। এদিন সকাল ৯টা থেকে মিরপুরের একাডেমি মাঠে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান,নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব।
জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে এই বিশেষ জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। ছবি: রংপুর রাইডার্স
এদিন অনুশীলনে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র জনতাকে উৎসর্গ করে রংপুর রাইডার্সের বিশেষ জার্সি উন্মোচন করা হয়। এই জার্সি পরেই অনুশীলন করেন ক্রিকেটাররা। লাল-সবুজে রাঙানো এই জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রাম আর ত্যাগকে। সবুজের ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে ছড়ানো ছেটানো ছোপ ছোপ লাল রং দ্বারা শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে।
জার্সির বুকের কাছে দল ও স্পন্সরের লোগোও রয়েছে। পেছনে বেশিরভাগ জায়গা জুড়ে পতাকার সবুজ রংই রাখা হয়েছে। পিঠের দিকে গড়িয়ে পড়া রক্তের থিম ফুটিয়ে তোলা হয়েছে। সেখানেই হ্যাশট্যাগ দিয়ে লেখা – জয়ের লড়াই। টুর্নামেন্টে রংপুর নিজেদের প্রথম ম্যাচ খেলবে হ্যাম্পশায়ারের বিপক্ষে।