এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা আনিসুর রহমান হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামি কুরবান আলী (৩০) কে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর)বিকেলে এ মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে খুলনার ফুলতলার গাড়াতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সলিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিসুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুরবান আলী খুলনার গাড়াতলা গ্রাম এলাকায় আত্মগোপন করে একটিবাড়ীতে রয়েছে। সেখানে আসামী কুরমান আলী নিজের নাম পরিচয় ও ঠিকানা গোপন করে রাজমিস্ত্রির কাজকরছিল।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাকে চৌগাছা থানায় আনা হয়েছে। কুরবান আলী আনিসুর রহমান হত্যার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন।তিনি বলেন, রবিবার আসামীতে কোর্টে প্রেরণ করা হবে।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:৫০