বুধবার (৬ নভেম্বর) আল হিলাল নিশ্চিত করেছে, নেইমারের মাঠে ফিরতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। আল হিলালের কোচ জর্জে জেসুস বুধবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে নেইমারের চোটের বিষয়ে বলেন, ‘দুর্ভাগ্যবশত এটা সরল ইনজুরি নয় এবং সে মাংসপেশীর ব্যথায় কাতর এবং এটা হাঁটুর সমস্যা নয়।’নেইমার অবশ্য তার সমর্থকদের আশ্বস্ত করে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন। এই ব্রাজিলিয়ান লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়…এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’
এদিকে সৌদি আরবের গণমাধ্যমে গুঞ্জন দানা বেঁধেছে যে, আল হিলাল হয়তো নেইমারকে সৌদি প্রো লিগের দ্বিতীয় অংশের জন্য নিবন্ধন করবে না। ২০২৫ সালের জুনে নেইমারের সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১৩ সালের আগস্টে ৯০ মিলিয়ন ডলারের বিনিময়ে পিএসজি থেকে নেইমারকে দলে ভেড়ায় নেইমার। এরপর সৌদি লিগের ১৯ বারের চ্যাম্পিয়নদের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। সম্প্রতি মাঠে ফিরলেও এই মৌসুমের প্রথমার্ধের জন্য তালে লিগে নিবন্ধন করেনি আল হিলাল। যে কারণে সৌদি আরবের ঘরোয়া লিগে খেলতে পারবেন না তিনি।
লিগটির নিয়মানুযায়ী, ঘরোয়া প্রতিযোগিতার জন্য ১০জনের বেশি বিদেশি খেলোয়াড় রাখা যাবে না। কিন্তু মহাদেশীয় প্রতিযোগিতায় যতজন ইচ্ছা বিদেশি খেলানো যায়। জানুয়ারিতে শীতকালীন দলবদলের উইন্ডো খুলবে। সে সময় আল হিলাল আরও একজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে। কিন্তু সেই খেলোয়াড়টি নেইমার নাও হতে পারেন।