পুলিশ জানায়, জমি সংক্রান্ত একটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি করা হয় নন্দন পার্কের পরিচালক বেলাল হকের বিরুদ্ধে। ওই মামলায় তার অফিস থেকেই তাকে গ্রেফতার করা হয়।এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একটি হত্যা মামলায় দুই সহোদরকে গ্রেফতার করা হয় এবং তাদের আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়। সেই সাথে বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আরো ৯ আসামীকে আদালতে পাঠানো হয়।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, আদালতের নির্দেশনা মেনেই আসামী বেলালকে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের সকলকে আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৪