স্পোর্টস ডেস্ক : সাংহাইয়ের ফাইনালে জোকোভিচকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমের সরাসরি সেটে হারান সিনার। এতে তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এককে একশ শিরোপার অপেক্ষা বাড়ে জোকোভিচের।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ মোট ৭টি শিরোপা জিতলেন সিনার। তার চেয়ে কম বয়সে সাংহাই মাস্টার্স জিততে পারেননি আর কেউ। এই বছরে ৭১ ম্যাচের মধ্যে ৬৫টিই জিতলেন ইতালির এই ২৩ বছর বয়সি। এই জয়ে জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও ৪-৪ সমতা টানলেন সিনার। সাংহাই মাস্টার্সের চারবারের চ্যাম্পিয়নের বিপক্ষে তার টানা তৃতীয় জয় এটি।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ১২:০০