ডেস্ক নিউজ : মেহেরপুর সদর উপজেলার পল্লিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজীপুরে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় পুকুর মালিক ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামের রেজাউলের ছেলে মিনারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মাছ চাষি মিনারুল ইসলাম তার ফুফু মরিয়মের কাছ থেকে দুই বছরের চুক্তিতে দুই বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। দুপুরের পর থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে মাছ চাষি মিনারুল ইসলাম পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিনারুল। এ ঘটনা মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩০