মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারী ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ কে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি জনতা।সোমবার (৩০সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারীর জামতলা মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামতলায় এসে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, কওমি উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো: মাহমুদুল হক কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো: আশফাকুর রহমান জাওহারী, ইসলামী আন্দোলন ভুরুঙ্গামারী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এস এম মনিরুজ্জামান।
গত আগস্টে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের কট্টরপন্থী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করে বক্তব্য দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ন । এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। বিক্ষোভ সমাবেশে দ্রুত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:১২