জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা ফুটবল একাডেমী বনাম হাসনাবাদ খেলোয়াড় সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ফলাফল ০১-০১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে গড়ালে সেখানেও ড্র থাকায় উভয় দলকে দ্বৈত চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর যুব দলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল এবং মাটিরাঙ্গা পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।
অনুষ্ঠান শেষে দ্বৈত চ্যাম্পিয়ন দলের মাঝে ফুটবল সহ আর্থিক পুরস্কার তুলেদেন প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল।
কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২৬