স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটিই জার্মান কিংবদন্তি টনি ক্রুসের শেষ স্বীকৃত ফুটবল ম্যাচ হয়ে আছে। তবে তার যাত্রাটা আরও একটু লম্বা হতে পারত। কে জানে হয়ত ঘরের মাঠের ইউরোর শিরোপাটাও তার হাতেই উঠত কিনা! তবে এ সবই ফুরিয়ে যাওয়া সম্ভাবনায় পরিণত হয় ১১৯ মিনিটে মিকেল মোরেনো গোল করে স্পেনকে জয় এনে দেয়ায়।
কিন্তু ম্যাচ তো আরও আগেই শেষ হয়ে যেতে পারতো যদি রেফারি ভুল না করতেন। ১০৬ মিনিটে জামাল মুসিয়ালার দূরপাল্লার শট ডিবক্সের ভেতর মার্ক কুকুরেয়ার হাতে লেগেছিল। কিন্তু রেফারি অ্যান্থনি টেইলর হ্যান্ডবলের অভিযোগ নাকচ করে দেন, তাই পেনাল্টি পাওয়া হয়নি জার্মানির। সেই ঘটনার তিন মাস পর উয়েফার একটি ঘোষণা নতুন করে সেদিনের সেই ঘটনাকে সামনে এনেছে। তার সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন টনি ক্রুস।
ইউরোর কোয়ার্টার ফাইনালের সেই আলোচিত হ্যান্ডবল। তিন মাস পর উয়েফা ভুল স্বীকার করে নিয়েছে। ছবি: সংগৃহীত
সম্প্রতি উয়েফা সেই ম্যাচে রেফারিদের ভুল স্বীকার করে হ্যান্ডবলের নিয়মের নতুন ব্যাখ্যা দিয়েছে। উয়েফা তাদের নতুন গাইডলাইনে বলেছে, ‘গোলের সামনে যদি হাত দিয়ে বল আটকানোর ঘটনা ঘটে, তবে আরও স্পষ্টভাবে শাস্তি দিতে হবে এবং অধিকাংশ ক্ষেত্রে পেনাল্টি দেয়া যেতে পারে, যদি না সেই ডিফেন্ডারের বাহু শরীরের খুব কাছে থাকে অথবা শরীরের সঙ্গে লেগে থাক।’
এই ক্ষেত্রে কুকুরেয়া গোলের সামনে যখন বল ঠেকান, তার বাহু শরীরের বাকি অংশের নিকটবর্তী ছিল না। এই ক্ষেত্রে জার্মানিকে পেনাল্টি উপহার দেয়া উচিত ছিল। ক্যারিয়ারের শেষ ম্যাচে রেফারিদের এমন ভুল মেনে নিতে পারছেন না ক্রুস। হতাশায় এই জার্মান কিংবদন্তি উয়েফাকে বিদ্রূপও করছেন।
আইকন লিগে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রুস বলেন ‘সেটা যে হ্যান্ডবল ছিল তা বুঝতে তাদের তিন মাস লেগে গেল, এটা এমন কিছু যা মোটামুটি সবাই সেই মুহূর্তেই বুঝেছিল।
এটি আমাকে পুনরায় আশস্ত করল (হাসি)। এখন কি আমি আমাকে একজন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বলতে পারি, যেহেতু তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে? আমার তেমনটা মনে হয় না।’