ডেস্ক নিউজ : রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রণয় কুমার ভার্মার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে। এর উত্তরে প্রণয় কুমার ভার্মা বলেছেন দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত আরও সুস্থ সম্পর্কের দিকে নিয়ে যেতে আগ্রহী তারা বলেও জানান বিএনপির এ নেতা।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৩৮