শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত সকল বি ডি আর (বিজিবি) সদস্যদের চাকুরীতে পূর্নঃবহালের দাবিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, সেনা প্রধান ও বিজিবি প্রধানের কাছে নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন তৎকালীন চাকুরীচ্যুত এবং সাজাপ্রাপ্ত বি ডি আর সদস্যরা।
গতকাল সোমবার সকালে বি ডি আর কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার জেসিও নায়েব সুবেদার মো. হাফিজ উদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদা করা হয়। স্মারকলিপিতে তারা ৯ দফা দাবি তুলে ধরেন।
স্মরকলিপিতে উল্লেখ করা হয় যে, ৫৭ জন সেনা কর্মকর্তা ও বি ডি আর সদস্য সহ ৭৪ জন শাহাদাৎ বরণ, ৫৪ জন বি ডি আর সদস্য নিরাপত্তা হেফাজতে হত্যা ও ১৮ হাজার ৫ শত ২০ জন বি ডি আর সদস্যকে চাকুরীচ্যুত ও বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এসময় দ্রুত দাবি মেনে নিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন তারা।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০