খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে দেয়াল ধ্বসে সোহেল সরদার (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল সরদার পার্শবর্তী শান্তি নগর এলাকার মোখলেছ সরদারের পুত্র। সোমবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা শহরের রূপনগর এলাকায় এই ঘটনা ঘটে। পালং মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রূপ নগর এলাকার প্রয়াত চান মিয়া তস্তার ‘বেপারী এসএস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাড়ি ভাড়া দেয়। সেই বাড়ির পিছনের দেয়াল ভেঙ্গে বার বার চুরি হওয়ায় ভাড়াটে ব্যবসা ছেড়ে চলে যায়। সেই পুরাতন দেয়ালের অবশিষ্ট অংশ ভাংতে গিয়ে দেয়াল ধ্বসে নির্মাণ শ্রমিক সোহেল সরদার নিহত হয়েছে।
এই বিষয়ে পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।
কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:১২