স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের মোমেন্টাম নিয়েই ভারত সফরে যাবে বাংলাদেশ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ভারত আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। আরও একটু পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবে। আগে হয়তো যেভাবে বাংলাদেশকে দেখত, সেভাবে হয়তো দেখবে না।
টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। ১৩ ম্যাচের ১১টিতেই হেরেছে টাইগাররা। বাকি দুটিতে ড্র করেছে। তবে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক পারফরম্যান্সের কারণে ভারতও টাইগারদের সমীহ করবে বলে মনে করেন বিসিবির এই পরিচালক।
তিনি আরও বলেন, সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, আরও ধৈর্য্যের পরিচয় দিতে হবে। কিন্তু আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের সেই সামর্থ্য আছে ভালো করার। বিশেষ করে, আমাদের বোলিংয়ে যে শক্তিটা দেখেছি, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ আছে। তাহলে আগের তুলনায় আরও বেশি আধিপত্য বিস্তার করব।
ফাহিম আরও বলেন, আমার মনে হয়, বাংলাদেশের তুলনায় ভারত একটু শক্ত প্রতিপক্ষ। সুতরাং, যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলেছি, সেই মানসিকতা নিয়ে খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি কিনা, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমরা যতটুকু চাপ দিতে পেরেছি, তত সহজে ভারতের ক্ষেত্রে সেটা হয়তো হবে না।
কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৮