স্পোর্টস ডেস্ক : মাঝারি লক্ষ্য তাড়ায় বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। উইকেটের অন্য প্রান্তে মিচেল মার্শও ছিলেন বেশ ভয়ঙ্কর। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ৬২ বল এবং ৭ উইকেট হারিয়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
১৫৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে ফ্রেজার ম্যাকগার্কের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এরপরই শুরু হয় হেড এবং মার্শের তাণ্ডব। এক উইকেট হারিয়ে পাওয়ারপ্লেতে ১১৩ রান করে সফরকারীরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে পাওয়ারপ্লেতে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার করা ১০২ রানের রেকর্ড ভেঙেছে তারা।
পাওয়ারপ্লের ১১৩ রানের মধ্যে হেড একাই করেছেন ৭৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন মার্শ এবং হেড। এই জুটিতে ওভারপ্রতি ১৯.৯ রান তুলেছিলেন তারা। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির শতরান পার্টনারশিপের রেকর্ড।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০০