আন্তর্জাতিক ডেস্ক : গোষ্ঠীগুলো হলো—মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)। মিয়ানমারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের সিদ্ধান্তে এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।