আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করেন শেরপুর উপজেলা বিএনপি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ ইতোমধ্যে বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।রোববার (১ সেপ্টম্বর) খেজুরতলা বিএনপির কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ এর ছেলে ও জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবন-যাপন করছেন। বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ কনে এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেন এছাড়াও তাদের সহযোগিতার জন্য ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা অর্থ সহযোগিতা করে জেলায় পাঠিয়ে দেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, আলহাজ্ব ইসহাক আলী, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিএম মোস্তফা, মাহবুবুর রহমান, মো: ফিরোজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম আরফান, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান টুলু, হাফিজুর রহমান হাফিজ, তৌহিদুজ্জামান পলাশ, মোস্তাফিজুর রহমান নিলু, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব খায়রুল আলম চায়না, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, পৌর যুবকদের যুগ্ম আহ: আশিকুর রহমান আসিফ।
যুবদলের যুগ্ম আহবায়ক সবাইদুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, উপজেলা শ্রমীক দলের সভাপতি সাইফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউছার কলিংস, যুগ্ম আহবায়ক শুয়াইব আহমেদ চপল, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন বাকী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবান রাব্বি হাসান রুবেলসহ ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এছাড়াও বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন শেরপুর টাউন কলোনি মসজিদের খতিব সোহেল রানা।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:২৪