ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত শর্মার কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। সেখানে দেখা গেছে, ভারতের একটি পার্কে একাই দৌড়াচ্ছেন তিনি। এরপর জিমে গিয়েও একটি ছবি পোস্ট করেছেন। ছবি দেখে স্পষ্ট যে নিজের ফিটনেস নিয়ে বেশ মনোযোগী এই ক্রিকেটার। আসন্ন বাংলাদেশ সিরিজকে সামনে রেখেই নিজের ফিটনেস ঠিক রাখতে কঠোর পরিশ্রম করছেন এই ওপেনার। এছাড়াও সামনে টানা টেস্ট ম্যাচ রয়েছে ভারতের।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর, কানপুরে। এরপর ৬ অক্টোবর গোয়ালিয়র স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর অক্টোবল দুই দলের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দারাবাদে। এর পরের মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগাররা। সেখানে দুটি টেস্ট, তিনটি করে ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারতের ঘরোয়া লিগ দিলীপ ট্রফি। রোহিত শর্মা, বিরাট কোহলি, যসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ভারতের বেশিরভাগ জাতীয় দলের খেলোয়াড়রা এই ঘরোয়া লিগে অংশ নিবেন। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের পর ছুটিতে আছেন বিরাট কোহলি। লন্ডনে তার পরিবারের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন।
বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট খেলার পর নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে ভারত। কিউইদের সঙ্গে তিনটি টেস্ট খেলবে স্বাগতিকরা। এরপর আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেখানে অজিদের সঙ্গে ৫টি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। সব মিলিয়ে সেপ্টেম্বর থেকে আগামী জানুয়ারী পর্যন্ত এই সময়ের মধ্যে ১০টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। সেই ব্যস্ততাকে সামনে রেখে রোহিতের পুরোনো বন্ধু ও ভারতের সহকারী কোচ অভিষেক নয়ারের অধীনে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন এই হিটম্যান।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:৫৫