স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে প্রথমবারের মতো শিরোপা তুলে ধরে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) দেশেও ফিরেছে যুবারা। আসার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং মতবিনিময় করেন।
সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বিশ্বাস, যুবাদের সাফল্য সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করবে। তবে দলের কোচ মারুফুল হক জানান, এই অর্থ বন্যার্তদের দান করবেন তারা। ফলে সাফ চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ অর্থ বন্যার্তদের তহবিলে প্রদান করবেন আসিফ।
তিনি বলেন,‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।’সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়রা দেশে আন্দোলন চলাকালীন অনুশীলন করেছেন। ফলস্বরূপ তারা শিরোপা ঘরে তুলে এনেছেন। কোচ মারুফ বলেন, ‘প্রতিটি ছেলে দেশবাসীর কথা মনে করেই খেলেছে। দেশবাসীকে একটা ট্রফি উৎসর্গ করতে পেরে তারা এখন সন্তুষ্ট।’
যুব ও ক্রীড়া উপদেষ্টাও ফুটবলারদের উজ্জীবিত করে বলেন, ‘দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে টেস্টে প্রথম হারাল। আপনারাও প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। আমাদের এখানেই থেমে থাকলে চলবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা এ নিয়ে কাজ করছি।’
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৩