ডেস্ক নিউজ : নির্বাচন আয়োজনে ৯০ দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনকে প্রথমে রিয়েলাইজ (অনুধাবন) করা উচিত, তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কী ছিল। ভুয়া নির্বাচন করা যাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজেরটা বিবেচনা করুক। ‘আপনি আচরি ধর্ম শেখাও অপরে’ আছে না… তারা প্রথমে আত্মসমালোচনা করুক এমন মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, আদালত চত্বরে আসামিদের ওপর হামলা করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের কি মনে আছে… আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমানকে কীভাবে নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা কি এই প্রশ্ন করতে পেরেছিলেন? আপনাদের টিভিতে দেখাতে পেরেছিলেন? একটি মন্ত্রিসভাকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসার দায়তো সাবেক সরকারের।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫০