রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

নিজেদের তৈরি ড্রোনের পারফরম্যান্স পর্যবেক্ষণ করলেন কিম জং উন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরি করেছে উত্তর কোরিয়া। এবার সেই ড্রোনের কর্মক্ষমতা (পারফরম্যান্স) পর্যবেক্ষণ করলেন দেশটির  নেতা কিম জং উন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার উত্তর কোরিয়ার অ্যাকাডেমি অব ডিফেন্স সায়েন্সেসের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। এসব পরীক্ষায় ড্রোনগুলো পূর্বনির্ধারিত বিভিন্ন রুটে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুকে ঠিকঠাকভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়।

পর্যবেক্ষণ অনুষ্ঠানে আরও বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন কিম। যেমন- পানির নিচে আত্মঘাতী হামলার, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোনের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। এসব ড্রোন কৌশলগত পদাতিক বাহিনী ও  বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করা হবে।

ড্রোনগুলো যুদ্ধে ব্যবহার-সংশ্লিষ্ট আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা ও যত তাড়াতাড়ি সম্ভব এসব ড্রোন দিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে প্রস্তুত করারও নির্দেশ দেন কিম। সূত্র: রয়টার্স

 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit