আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি স্টারবাকসের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রায়ান নিকোল। নতুন চাকরি নিয়েই বড় বিপাকে পড়েছেন তিনি। ব্রায়ান থাকেন ক্য়ালিফোর্নিয়ায়। আর স্টারবাকসের সদর দফতর সিয়াটলে। যুক্তরাষ্ট্রের এই দুই শহরের মধ্যকার দূরত্ব ১৬০০ কিলোমিটার।
ব্রায়ান তার বাড়ি বদলাবেন না। কোম্পানির কাজের নীতি মেনে তাকে সপ্তাহে কম করে তিনদিন অফিসে যেতেই হবে! কিন্তু প্রতিদিন এতটা পথ যাতায়াত করা যেকারও জন্যই বেশ কঠিন।
কিন্তু ব্রায়ান এর একটা সমাধান বের করে ফেলেছেন। কিনে ফেলেছেন একটি প্রাইভেট জেট। যা চেপে তিনি বাড়ি থেকে অফিস ও অফিস থেকে বাড়িতে যাতায়াত করবেন!
স্টারবাকসের এক মুখপাত্র জানিয়েছেন,’ব্রায়ানের মূল অফিস সিয়াটলেই। এবং তার বেশিরভাগ সময়ই কাটবে আমাদের সিয়াটল সাপোর্ট সেন্টারে। আমাদের স্টোর, রোস্টারি, রোস্টিং ফেসিলিটি এবং বিশ্বজুড়ে অফিসে অংশীদার ও গ্রাহকদের সঙ্গে দেখা করবেন তিনি। তার সময়সূচী আমাদের সমস্ত অংশীদারদের মতোই।
৫০ বছরের নিকোলের কাজের অভিজ্ঞতা প্রশ্নাতীত। তার দূরদর্শিতা প্রমাণিত অতীতের কাজেও। চিপোটেল মেক্সিকান গ্রিলে যখন তিনি সিইও পদে ছিলেন, তখন কোম্পানির স্টক ভ্যালু বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন।
সেই ব্রায়ানকে বছরে ১৬ লাখ মার্কিন ডলার বেতন দেবে স্টারবাকস। ক্যাশ বোনাসও রয়েছে সঙ্গে। যা ৩৬ লাখ মার্কিন ডলার থেকে ৭২ লাখ ডলারের কাছাকাছি হতে পারে। বার্ষিক ইকুয়িটি পুরস্কার হিসাবেও তার পকেটে সর্বাধিক ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঢুকতে পারে।
ব্রায়ান চিপোটেলে যখন ছিলেন, তখনও এই বাড়ি-অফিসের দূরত্বের জন্য ভুগেছিলেন। যে কারণে তিনি কাজে যোগ দেয়ার তিন মাসের মধ্যে চিপোটেলের সদর দফতর কলোরাডো থেকে ক্য়ালিফোর্নিয়ায় চলে এসেছিল।
মূল্য বৃদ্ধি ও ইসরাইল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে বয়কটের মুখে পড়ায় সম্প্রতি স্টারবাকসের বিক্রি কমে গেছে। গত মাসে কোম্পানিটি জানায়, জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রি বার্ষিক ৩ শতাংশ কমেছে। তাছাড়া কোম্পানিটি পানীয়ের জন্য দীর্ঘ অপেক্ষা ও দামের বৃদ্ধির জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে।
এজন্য এর ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী লক্ষণ নরসিংহকে সরিয়ে দেয় কোম্পানিটি। সেই জায়গায় নিয়োগ দেয়া হয় চিপোটলের প্রধান ব্রায়ান নিকোলকে। আগামী মাসেই অফিস শুরু করবেন তিনি।
কোম্পানিটির সাবেক নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড শুলজ বলেন, আমি বিশ্বাস করি নিকোল এমন একজন ব্যক্তি যাকে এই মুহূর্তে স্টারবাকসের প্রয়োজন। শুলজ বলেন, তার প্রতি আমার শ্রদ্ধা ও পূর্ণ সমর্থন রয়েছে। স্টারবাকসের এমন ঘোষণার পর কোম্পানিটির শেয়ার ২০ শতাংশ বেড়েছে।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৫