ডেস্ক নিউজ : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
এর আগে ভিন্ন এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
মাহবুব মোর্শেদের নিয়োগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা মাসুদ কামালের স্ট্যাটাসটি হুবহু তুলো ধরা হলো-
“বাসসের এমডি নিযুক্ত করা হয়েছে মাহবুব মোর্শেদকে।
একজন আস্তে করে জানতে চাইলেন—একটু বেশি হয়ে গেল না?
আমি জানি, এমন প্রশ্ন অনেকেরই।
আচ্ছা, বাসসের আগের এমডি কে ছিলেন? আবুল কালাম আজাদ, এহসানুল করিম হেলাল, আজিজুল ইসলাম ভূইয়া।
ওনারা কি দারুণ যোগ্য লোক ছিলেন? খুব বড় সাংবাদিক ছিলেন?
তাহলে মাহবুব মোর্শেদে সমস্যাটা কোথায়?
এদিকে আমার প্রশ্ন কিন্তু এমডি নিয়ে নয়। এমডি কে হয়েছেন—সেটা নিয়েও নয়।
আমার প্রশ্ন মূল প্রতিষ্ঠানটি নিয়েই।
বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসস, এর আসলে প্রয়োজনটা কী? কী কাজে লাগে এটা?
আমার বিবেচনায় এই প্রতিষ্ঠানটি হচ্ছে সরকারপন্থীদের একটা পুনর্বাসন কেন্দ্র।
একটা টোটাল অপচয়”।
মাসুদ কামালের এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। বেশির ভাগ নেটিজেন তার মতামতের প্রতি সহমত প্রকাশ করেছেন।
মোহাম্মদ আনোয়ার উদ্দিন লিখেছেন, এই প্রশ্ন দীর্ঘ ১৬ বছর করেন নাই কেন, নিশ্চয়ই ভয়ে। আওয়ামী লীগের সময় মুখে কুলুপ দিয়ে ছিলেন। কোনো সংস্থা কখনো খারাপ হয় না এটাকে গতিশীল করতে হয়’।
জবাবে মাসুদ কামাল লিখেছেন, ‘এতদিন প্রশ্নটি করা হয়নি, কারণ প্রসঙ্গ ওঠেনি। তাছাড়া এতদিন প্রশ্নটি করিনি বলে কি এখন করা যাবে না’?
ওয়াসিম ফারুক নামে একজন লিখেছেন, ‘বাসস বাংলাদেশের একটি অর্থ অপচয়ের প্রতিষ্ঠান। যা কিছু তেলবাজদের রুটিরুজি জায়গা ছিল। দেশ ও জাতির স্বার্থে বাসস কোনো কাজে আসে নাই’।
আসাদুজ্জামান পল্লব বলেছেন, ‘পারফেক্ট বলেছেন ভাই, সরকারি অনুগতদের বিনোদনস্থল হচ্ছে বাসস’।
তামজিদুল আমিন বলেছেন, ‘সত্যি কথাটাই বলেছেন। ট্যাক্সের টাকায় এরকম প্রতিষ্ঠান চালিয়ে রাখার কোনো কারণ দেখছি না’।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০