শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : “এই দিন দিন নয় আরও দিন আছে, এইদিন নিয়া গেছো সেই দিনেরও কাছে” হুমায়ুন আহমেদের লেখা গানের সুর করে আলোচিত হন নেত্রকোনার লোক র্শিপী আবদুল কদ্দুছ বয়াতী।
সমাজ রাস্ট্রের প্রতি শিল্পীদের দায়িত্ব কর্তব্য এবং সমাজ ও রাস্ট্রের কাছে প্রাপ্ত অধিকার লোক সংগীত ও সংস্কৃতি পূনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে ফোক মিডিয়া ইন্টারন্যাশনাল এ সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন- লোকজ সম্্রাট ফোক মিডিয়া ইন্টরন্যাশনালের চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ বয়াতি।
নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস ক্লাব সদস্য মাইটিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ। এ সময় শিল্পীদের মধ্যে ফকির মুখলেছ, রঙের বাউল ফেরদৌস, মজনু বয়াতি, আশিক মিয়া, জসিম উদ্দিন, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাউল কুদ্দুস বয়াতি বাউল শিল্পীদের স্থায়ী ভাতাসহ তাদের লোক সংগীত ধরে রাখার জন্য সরকারের প্রতি তাদের নানামুখি দাবী তুলে ধরেন। তিনি বলেন, আমরা মানুষের মনোরঞ্জনের জন্য গাণ করে থাকি। আমাদের অনেকের আর্থিক অবস্থা ভাল না। এমনও দেখা যায় শেষ বয়সে আমাদেরকে অন্যের কাছে হাত পাততে হয়। বিষয়টি সরকার বিবেচনা করবেন বলে আমরা শিল্পীরা আশা করি।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৮