আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৪ আগস্ট) রাতে ফোন করে ড. ইউনূসকে অভিনন্দন জানান রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করা লঙ্কান বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকতে এবং বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন।
এ সময় ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩০