স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে গতকাল বৃহস্পতিবার ছাত্র-জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সহাসমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মনিরুজ্জামান। হাজারো মানুষের অংশগ্রহনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনর
ছাত্রনেতা মোস্তাকিম আল রাব্বি সাকিব, ফয়সাল মাহমুদ, অভি হাসান,মাকসুদুর আলম রোহান, হাসাইন ইকবাল সানি, সাইমুন, আকিব চৌধুরী, মাহিন হাসান, আরাফাত শাহারিয়ার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। মহাসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও মহাসমাবেশে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। সমাবেশ শেষে পৌরশহরে মিছিল বের করা হয়।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩০