বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। পৌর এলাকার দেবগ্রামে ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠানটিতে কোরআন তেলেওয়াতের পর গীতা পাঠ করা হয়।
৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক জয়নাল আবেদীন আব্দু। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র সদস্য সচিব খোরশেদ আলম ভুইয়া। উদ্বোধন করেন পৌর বিএনপি’র আহবায়ক মো. সেলিম ভুইয়া।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু, সদস্য সচিব জুটন বনিক।
এ সময় জানানো হয়, ৫ আগস্ট থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হিন্দুদের মন্দিরসহ বাড়ি-ঘর রক্ষায় পাহারা দিচ্ছেন। আখাউড়াতে কোনো ধরণের হামলা হতে দেওয়া হবে না। যতদিন দরকার হিন্দুদের রক্ষায় কাজ করবে বিএনপি।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:১৫