স্পোর্টস ডেস্ক : কমিউনিটি শিল্ডে আজ শনিবার ওয়েম্বলিতে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল এফএ কাপ বিজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের। সে ম্যাচে ইউনাইটেডকে পেনাল্টিতে ৭-৬ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে।
ম্যাচের ৮২ মিনিটে ২০ বছর বয়সী আলেহান্দ্রো গারনাচো সিটি রক্ষণ ভেঙেচুরে নিচু এক শটে বল জালে জড়ান। গেল মৌসুমে এফএ কাপের ফাইনালেও এই সিটিকে হারিয়েছিল ইউনাইটেড। তার পুনরাবৃত্তিটা ঠেকান ম্যানসিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা। ৮৯ মিনিটে গোল করে ম্যাচটাকে পেনাল্টিতে পাঠান তিনি। সময়ের এক মিনিটে গোল করে।
শ্যুটআউটে সিলভা একটি স্পট-কিক মিস করেন। তবে ইউনাইটেডের জেডন স্যানচো আর জনি ইভান্স নিজেদের শট মিস করেন। ওদিকে সব শটে এরপর গোল করে সিটি জিতে নেয় শিরোপা।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫৫