আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নতুন এই সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে দেশটি। বৃহস্পতিবার (০৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান দেবে। মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। আমরা আশা করছি, এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।
কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪৫